যে ভাবে সূর্যোদয় হয় ভোরের শিশির বেলায়
বিধাতার প্রকৃতির নিয়মে।
তেমনি ভাবে সূর্য হারিয়ে যায় রাতের আধারে।
আধার বেলায় ঐ চাঁদের মাঝে,
জোনাকিরা উকি মারে ঐ নীল আকাশে।
চারিদিক ঝিলমিল করে ঐ জোনাকির আলোতে,
আলোয় আলোকিত হয়ে অন্দকার যায় ঘুমিয়ে।
আর চাঁদ মামার হাসি দেখে হাসি পায় বিধাতা,
এ যেন চাঁদ এসেছে রুপে রুপান্নিত হয়ে।
চাঁদের এ মধুময় আলো, আমাদের লাগে কত যে ভালো,
এই ভুবনে, এই জীবনে।
তারিখঃ ১৪/০১/২০১৮