হঠাৎ বজ্রপাতের প্রকোপ
অতিশয় বেড়ে গেছে ব্যাপক,
মেঘের ডাকে গর্জনের ফাকে
বিজলীর চমক তেড়ে আসে বাঁকে বাঁকে।
তপ্ত প্রবাহ স্পর্শাঘাতে
মুহূর্তে প্রাণ নাশ একই জায়গাতে,
একের পর এক হানছে আঘাত
নিত্য দিনের কাজে চলছে ব্যাঘাত।
প্রকৃতির গোলাবারুদ করছে বর্ষণ
জীবনকে কেড়ে নেয় সর্পের ন্যায় করে দংশন,
মানুষরূপী জানোয়ারের সন্ধানে
বজ্রাঘাত হচ্ছে ওদেরই প্রয়োজনে।
বিধাতার গজব চলছে বেড়ে
অনেক নিরাপদ লোকের জীবন নেয় কেড়ে,
মানুষের মধ্যে এখন আতঙ্কের বসবাস
যখন তখন জীবনের উপর বয়ে আসতে পারে সর্বনাশ।
বজ্রাঘাতের যে সব আছে তথ্য গুলি
যদি আমরা সবাই অনুসরণ করি ও মেনে চলি
হয়তো হতে পারে জীবনের লাঘব।
তারিখঃ ০৩/০৫/২০১৮