আঁকা বাঁকা নদীর তীরে
তরী চলে ধীরে ধীরে,
ভাটিয়ালী গানের সুরে
মাঝি যাচ্ছে বহুদূরে।

প্রতিদিনের উজান ভাটি
নিয়মিত চলছে খাঁটি,
দুই ধারে কাশ বনের শিহরণে
সুখের তরী প্রবাহিত হয় মনের জাগরণে।

দুই ধারে ছনের ছোট্ট কুটীর
মৃদু হাওয়ার ছন্দে দোলে নীড়,
সুনীল আকাশে মেঘের দেখা
উদাস দুপুর সোনালী রোদে মাখা।

স্বচ্ছ জলের তরঙ্গ
মাঝিদের নিত্য দিনের সঙ্গ,
রবির সোনালি আলোর ঝ্লকানি
তা দেখে জুড়ায় মোদের হৃদয়খানি।

নদীর তীরে দুই ধারে
পানসি এসে নোঙ্গর করে,
পানসি চলে ঢেউয়ের তালে
উদাস মনে সঙ্গ বলে।


তারিখঃ ০৪/০৬/২০১৮