ভালোবাস কী?
কেন যে আমায় দেখে সে মুচকি হাসে,
তবে কি আমায় সে ভালোবাসে!
নাকি হাসির অন্তরালে উপহাস প্রকাশে?
এ নিয়ে আমি ভাবনার সাগরে আছি ভেসে।
সে আমায় ভালোবাসে কি বাসে না,
সে কথা আদৌও বুঝা গেল না।
আমি এতটুকু বুঝলাম অবশেষে,
আমি তাকে ফেলেছি ভালোবেসে।
যতোদিন এ দেহে থাকবে প্রাণ,
তাকে ভালোবেসে যাবো অফুরান।
ভালোবাসা সে তো স্রষ্টার মহাদান,
ভালোবেসে তাকে হবো মহান।