তোমার চোখের সঙ্গে যে পুরুষের কখনও চোখের মিলন হয়নি,
অন্ধকার কোন গ্রহে তার বন্দী জীবনে কেটেছে, সে আলোর জগৎ দেখেনি।
তার জীবনে কখনও ফাগুন অথবা বসন্ত আসেনি,
জীবনে বেঁচে থাকার আনন্দ সে কখনও হৃদয় ফ্রেমে আঁকেনি।
তোমার কোমল ছোঁয়া পায়নি যে পুরুষ, তার জীবনে কখনও শরৎ সুন্দরীর আবির্ভাব হয়নি।
সে বুঝবে না শরৎ সুন্দরীর সাদা কেশ নামে কাশফুলের অনুভূতি।
তোমার অনিন্দ্য ঠোঁটের হাসি যে দূর্ভাগা পুরুষ কখনও দেখেনি,
তার হৃদয় আকাশে জমে থাকা কষ্ট নামে কালো মেঘ বৃষ্টি ধারায় ঝড়ে পড়ে দূর হয়নি।
আমার সঙ্গে তোমার চোখের মিলন হয়েছিলো, পেয়েছিলাম তোমার ছোঁয়া-
দেখেছিলাম চাঁদের সমগ্র জোৎস্নার নির্যাস মিশ্রিত তোমার ঠোঁটের হাসি।
তাইতো পৃথিবীর আভিজাত্যকে ভেবেছিলাম তুচ্ছ থেকে তুচ্ছতর,
শুধু তোমার মুখে একটি কথা শুনবো বলে_
তোমাকে অনেক ভালোবাসি!