বলেছিলো সে ভালোবেসে,
ঘর বেঁধে থাকবে পাশে।
অবশেষে দেখলাম একি হায়!
সে ব্যস্ত অন্যের ঘর বাঁধায়।
আমিতো ভালোবেসেছি তারে,
সে করেছে ছলনা সবিস্তারে।
তবে তাই হোক সে থাকুক না,
আমার কাছে ভালোবাসা দেনা।
যেখানেই থাকুক সে থাকুক সুখে,
আমি তো ভালোবাসি তাকে।
তাই অভিশাপ নয় তার প্রতি,
শুভ কামনা রইলো যথারীতি।