তুমি মুখের ভাষায় বলেছিলে ভালোবাসি,
মোটেও হৃদয়ের ভাষায় না।
আমি হৃদয়ের ভাষায় বলেছিলাম ভালোবাসি,
মোটেও মুখের ভাষায় না।
তাই আজও তোমাকে ভালোবাসি প্রিয়া,
ঠিক আগের মতোই করে।
তোমার উজ্জ্বল উপস্থিতি অনুভব করি,
এ হৃদয় পৃথিবী জুড়ে।
কখনও প্রকৃত প্রেমিক প্রত্যাশা করেনা,
অকৃত্রিম ভালোবাসার প্রতিদান।
যেখানেই থাকো সুখে থাকো তুমি,
এই কামনা করি অফুরান।