শেখ মুজিব বলে তোমরা যখন দাও স্লোগান,
তখন গর্বে কেঁদে উঠে মোর এই কবি প্রাণ।
অথচ বাস্তবে নেই আজ তার চেতনা মহান,
তাই হৃদয়ের গভীরে ক্ষত আঁকি অফুরান।
বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান,
শুরু নির্দিষ্ট কোন দল বা গোষ্ঠীর জন্য নয়।
তিনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য,
এক মহান দেশপ্রেমের নমুনা নিশ্চয়।