স্বাধীনতা থাকুক-
প্রতিবাদী লেখক, কবিদের পঙক্তি মালায়,
সত্য নিষ্ঠ গীতিকারদের গানের কথায়।
জনতার কাঙ্ক্ষিত গণতন্ত্রের মূল ধারায়,
সমাজের বিবেক সাংবাদিকদের কলমের ডগায়।
স্বাধীনতা থাকুক-
অধিকার বঞ্চিতদের মিছিলের স্লোগানে,
সু প্রভাত আনার চেষ্টারত শিল্পীর গানে।
তারুণ্যের মহা উচ্ছ্বাসে দেশ প্রেমের টানে,
সত্য উপস্থাপনে ব্রতী শিল্পীর রংতুলি টানে।
স্বাধীনতা থাকুক-
সত্যবাদীদের সত্য বলতে চাওয়ার চেতনায়,
পথীকদের নিশ্চিন্তে পথ চলতে চাওয়ার প্রত্যাশায়।
বটের ছায়াতলে রাখালিয়া বাঁশির সুরে,
নগ্ন শিশুর কাদামাখা নিষ্পাপ শরীরে।
স্বাধীনতা থাকুক-
দেশের প্রচলিত আইনের গতিপথে,
প্রতিটি বাঙ্গালির সক্রিয় ধমনীতে।
স্বাধীনতাকে নিয়ে আমার এমন স্বপ্ন সাধনা,
মনে হয় এ স্বপ্ন আমার কখনো বাস্তব হবে না।