স্বাধীনতার কথা
স্বাধীনতা তুমি -
অমর বীর ভাষা শহিদি রক্ত থেকে সৃষ্ট বীজের ফসল,
যে বীজ থেকে তোমাকে সৃষ্টি করেছিলেন মুজিব অবিকল।
স্বাধীনতা তুমি -
অমর বীর শহিদদের প্রাণপ্রিয় স্বপ্নের নির্যাস,
বাঙালি জাতির দেশপ্রেমের এক অমর নমুনা প্রকাশ।
স্বাধীনতা তুমি -
বাংলার আকাশে এক নতুন প্রভাত নতুন সূর্যোদয়,
তুমি বুদ্ধিজীবীদের অমর ইতিহাস নিশ্চয়।
স্বাধীনতা তুমি -
লাখো মায়ের প্রার্থনাররত গর্বিত চোখের জল,
লাখো বোনের ভাই হারানোর মধুর বেদনা অবিকল।
স্বাধীনতা তুমি -
মায়ের স্বর্গীয় কোলে শিশুর অপ্রতীম হাসি অফুরান,
তুমি মুজিবসহ বীর শহিদদের এক অমর গান।
স্বাধীনতা তুমি -
সন্ধ্যার আকাশে উড়ন্ত বিবিধ পাখিদের ডানা,
তথা সারা বিশ্বের জন্য এক অকৃত্রিম দেশপ্রেমের নমুনা।
স্বাধীনতা তুমি -
রহিমার বিধবা হওয়ার বদলে পাওয়া অমূল্য ধন,
প্রতিমার সীঁথির সিঁদুরের বিনিময়ে পওয়া অমূল্য রতন।