মুখোশ

মানবতার চশমা পড়ে যখন মানুষের ভীরে  তাকিয়ে দেখি, তখন অধিকাংশ মানুষকেই- মানুষের  মুখোশে  বন্য জাতি রূপে দেখে হৃদয়ে কষ্টের ছবি আঁকি!
এদের দূর্লভ মানুষ জীবন দেখছি ফাকি!