মোরা শিশু  মোরা নতুন,
মোদেরে  করলে যতন।
তবেই  হবো একদিন,
এই দেশের রতন।

শিশু বলে মোদেরে,
কেউ করোনা হেলা।
মোরা আনবো জেনো,
দেশ গৌরবের মালা।