সারি সারি নৌকা বাধা নদীর ঘাটে,
অপরূপ লীলায় সূর্য যায় পাটে।
মৃদু বাতাসে কাশ ফুলের নাচন,
হৃদয়ে তোলে এক মহা আলোড়ন।
নদীর ঢেউয়ে সৌন্দর্যের বীজ বোনা,
প্রত্যাসন্ন সন্ধায় করছে স্বর্গ রচনা।
যার অপ্রতীম রূপের নেইতো শেষ,
শহিদি রক্তে কেনা সে মোদেরই দেশ।