যেথা কন্ঠে ধারণ করে সাদা বকের মালা,
সবুজ ফসল সুন্দরী পড়ন্ত বিকেল বেলা।
সকালের লাল সূর্য সবুজের বুকে হাসে,
বীর শহিদি রক্তে কেনা মোদের বাংলাদেশে।
যেথা কাশফুল নাচে বাতাসের আবেদনে,
আকাশ বান্ধবের বুকে মেঘ খেলে নিজমনে।
কোকিল গেয়ে যায় গান কদমের ডালে বসে,
শহিদি রক্তে কেনা মোদের বাংলাদেশে।
যেথা হুতুমপেঁচার ডাক অদ্ভুত রূপ আনে,
নদীতে মাছ ধরে জেলে কতো সাধনার টানে।
বিলের কালো জলে শাপলার দল হাসে,
শহিদি রক্তে কেনা মোদের বাংলাদেশে।
যেথা চাঁদের জোৎস্নায় ফুলেদের ঘুম টুটে,
ভ্রমর গুন গুন সুরে ফুলেদের মধু লুটে।
সন্তান মায়ের কোলে স্বর্গীয় সুখ প্রকাশে,
শহিদি রক্তে কেনা মোদের বাংলাদেশে।