নীরবে এ হৃদয়ের ফ্রেমে এঁকেছি যার নাম,
সে হলো মোর প্রাণপ্রিয় মেঘুলা গ্রাম।
যে গ্রামের ঝিলগুলি ঝিল নয় দুধের বাটি,
পান করলে যা প্রাণ শিতল হয় যথারীতি।
যে গ্রামে সোনার মাটিতে হীরার ফসল ফলে,
কাঁদা জলে ফুলে ফলে ভ্রমর পাখি খেলে।
যে গ্রামের পাশে সুন্দরী পদ্মা নদীর বুকে,
মাঝি নৌকা বেয়ে গান গায় মনের সুখে।
যে গ্রামের বাতাসে বাতাসে আহা রে ভাই,
সর্বদা আমার মায়ের গায়ের গন্ধ পাই।
যে গ্রামের কদম গাছে কোকিল যখন ডাকে,
এ হৃদয় কি তখন পৃথিবীর কোথাও থাকে।