জীবন সময়ের সেতু পার হতে হতে পৃথিবীর পথে যেতে যেতে-
যখনই মানবতার চশমা পড়ে মানুষ জাতির প্রতি করেছি নিরীক্ষণ,
তখন অধিকাংশ মানুষকেই দেখেছি বন্যজাতি রূপে করছে কালক্ষেপণ-
দেখেছি মানুষের একমাত্র প্রতীক মানবতা তাদের মাঝে করছে ক্রন্দন।
যদি মানুষের প্রতীক মানবতা মানুষ না করেন লালন,
তবে তাদেরকে বন্যজাতি বলে করবো নিরূপণ যা কিনা লজ্জার কারণ।
শুধু শয়ন আর ভোজনের চেতনা বন্য প্রবৃত্তি,
অন্যদিকে দূর্লভ মানুষ জীবনের উদ্দেশ্য সন্ধান মনুষ্য প্রবৃত্তি।
পেয়েছি মোরা দূর্লভ মানুষ জীবন এতো স্রষ্টার মহাদান,
এই দানের নেপথ্যে রয়েছে নিশ্চয়ই কোন উদ্দেশ্য মহান।
জীবনের উদ্দেশ্য সন্ধানে ব্রতী হলে হবে মানুষ জীবনের সূর্যোদয়,
নতুবা পরকালে ঘোর অন্ধকারে মহা বিপদে পড়বে নিশ্চয়।