দূর্লভ মানুষ জীবনের পাকে পাকে
অহর্নিশি স্বপ্নের জাল বুনি কত,
কোন ক্ষনে আসবে একটি সু প্রভাত
মানুষ মানবে হবে পরিণত।
মানুষের একমাত্র প্রতীক মানবতা
প্রতিষ্ঠিত কর মানুষের মনে,
আমি সেই প্রার্থনায় রত থাকি
অহর্নিশি মহান স্রষ্টা পানে।
মানুষ দিয়ে যাচ্ছে আজকাল
কেবলই চরম বন্যতার পরিচয়,
বন্যজাতিরাও বোধকরি করছে উপহাস
শ্রেষ্ঠজীব মানুষ বুঝি এমন হয়!
আর্থীক উন্নতি সাধনে ব্রতী হওয়া
কখনও মানুষের কর্ম নয়,
আত্মীক উন্নতি সাধনে ব্রতী হওয়া
জানবে মানুষের কর্ম নিশ্চয়।