যাকে পাওয়ার জন্য,
নিবেদিত হয়েছিল শেখ মুজিবের মহাপ্রাণ,
তথা মাওলানা ভাষানীর প্রাণপ্রিয় স্বপ্ন ছিলো অফুরান।
লাখো শহিদের মহান আত্মত্যাগের ফলে যে এসেছে,
ঐ দেখ, সেই লাল সবুজের পতাকা বাতাসে উড়ছে।
যাকে পাওয়ার জন্য-
বাতাসে ভেসেছিলো বোনের ইজ্জত হারানো চিৎকার ধ্বনি,
বাংলার মাটিতে গড়িয়ে পরেছিল কতো মায়ের চোখের পানি।
লাখো পিতার আত্মচিৎকার যাতে মিশে আছে,
ঐ দেখ, সেই লাল সবুজের পতাকা বাতাসে উড়ছে।
যাকে পাওয়ার জন্য -
নাসির মোল্লার তাজা প্রাণ অকালে ঝড়েছে,
রহিমা বিবি যৌবনকালে বিধবা হয়েছে।
প্রতিমার সিঁথীর সিঁদুর কেড়ে নেয়া হয়েছে,
ঐ দেখ, সেই লাল সবুজের পতাকা বাতাসে উড়ছে।
যাকে পাওয়ার জন্য -
বাংলার মাটিতে দেশপ্রেমিকের গণকবর রচিত হয়েছে,
নদীতে ভেলার মতো কতো পচাগলা লাশ ভেসেছে।
শকুনের দল তা নিয়ে উল্লাসে মেতেছে,
ঐ দেখ, সেই লাল সবুজের পতাকা বাতাসে উড়ছে।
যাকে পাওয়ার জন্য -
কতো মা সন্তান হারানো শোকে পাগলপ্রায় হয়েছে,
দেশ জনতার কতো লাশ শিয়াল কুকুর টানাটানি করেছে।
সেই পতাকার মান আমরা কতোটা রাখতে পেরেছি?
ঐ দেখ, সেই লাল সবুজের পতাকা বাতাসে উড়ছে।