কোনদিন ফিরবে না
রক্তিম সূর্যটা প্রতিদিন অস্তে যাবে,
আবার যথাসময়ে উদিত হবে।
আমাবস্যায় সুন্দরী চাঁদ বিদায় নিবে,
পূর্নিমায় আবার আকাশে উদিত হবে।
ভাটায় নদীর পানি বিদায় নিবে,
আবার জোয়ারে ফিরে আসবে।
কিন্তু তুমিও একদিন বিদায় নিবে,
আর ফিরবে না কোনদিন এই ভবে।
অনন্ত কালের পরকালে চলে যাবে,
জবাবদিহিতার সম্মুখীন হতে হবে।
যেখানে বাটপারি চলবে না কোন ভাবে,
তাই সময় থাকতে সাবধান হতে হবে।