মানুষের একমাত্র প্রতীক মানবতা নিশ্চয়,
কবে সেই চেতনায় উদ্ভাসিত হবে মানুষের হৃদয়।
কবির হৃদয়ে সেই মহান স্বপ্ন বীজ বোনা,
সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কবির কল্পনা।
মহান স্বাধীনতার জন্য লাখোবীর শহিদ হয়েছিল,
লাখো নারী তাদের প্রাণপ্রিয় ইজ্জত হারিয়েছিল।
তবুও আজ রুদ্ধ কেন সেই স্বাধীনতার চেতনা,
সেই চেতনা জাগরণের লক্ষ্যে কবির কল্পনা।
স্বদেশের বুকে আজ খুন অপহরণ,ধর্ষণ, দুর্নীতি- লাগামহীন ভাবে বেড়েই চলেছে যথারীতি।
বাংলাকে নিয়ে মুজিবের স্বপ্ন এমন ছিলোনা,
কি করে এর পরিবর্তন হবে এ হলো কবির কল্পনা।
শিক্ষিত হয়েছে জাতি স্বীকার করছি মনে প্রাণে,
হয়নি সঠিক মানুষ বুঝেছি নিজ অভিজ্ঞতা গুনে।
এতোসব ভেবে কবির হৃদয়ে জাগে বেদনা,
কিকরে এ অবস্থার পরিবর্তন হবে এ হলো কবির কল্পনা।
ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়,
আজ সেই মহান চেতনা কতোযে জড়োসড়ো।
গণপ্রতিনিধিদের হৃদয়ে নেই সেই মহান চেতনা,
কি করে এ অবস্থার পরিবর্তন হবে এ হলো কবির কল্পনা।