খোকা তুই কবে আসবি?
স্বাধীনতার জন্য সেই যে ঘর ছাড়লি,
আর তো ফিরে এলি না।
তোকে ছাড়া বুকটা কেমন খালি খালি লাগে,
যে কথা কাউকে বোঝানো যাবে না।
খোকা তুই কবে আসবি?
আজও তোর আশায় বুক বেঁধে বসে আছে-
ঐ পাশের গ্রামের অঞ্জনা।
তোকে নিয়ে সে পাকে পাকে কতো স্বপ্ন দেখে-
যে কথা সে মুখ ফুটে বলতে পারেনা।
খোকা তুই কবে আসবি?
স্বাধীনতা তো বাংলার ঘরে এসেছে,
কেন যে তুই শুধু ফিরে এলিনা?
জানিনা কবে তুই ফিরে আসবি জানি না,
তোর কথা ভেবে রাতে আমার ঘুম হয়না।
খোকা তুই কবে আসবি?
তবে কি এ জীবনে আর কোনদিন-
তোর সঙ্গে কখনও হবে না দেখা?
তবে কি জীবনের বিনিময়ে তুই পাঠিয়েছিস-
আমার জন্য ঐ লাল সবুজের পতাকা?