বিশেষ করে একুশের এই মাস এলে হায়,
কবিদের দেশপ্রেম নামে মনের পর্দায়।
অমর বীর শহীদদের ইতিহাস প্রদর্শিত হয়,
কবিদের মন কাঁদে তাই এক গর্বিত বেদনায়!

তাই নৈতিক দায়িত্ব বোধের দুর্বার তাগিদে,
পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাস পৌছেদিতে।
কবিতাকে মাধ্যম করে পঙুক্তি সাঁজায়,
জাতিকে কাঁদায় এক গর্বিত চেতনায়।

শহরে- বন্দরে, গ্রামে -গঞ্জে মহল্লায়,
কবিদের করুণ আহাজারি শোনা যায়।
শোনা যায় বাংলার আকাশে বাতাসে,
বিশেষ করে একুশের  এই মাসে।