আমার গাঁয়ের একটি ছেলে দেখতে ছিল কালো,
পড়ালেখায় কখনো তার লাগতো না যে ভালো।
পুকুরপাড়ে বসে শুধু শুনতো পাখির গান,
কখনো বা শীষ বাজিয়ে জুড়াতো তার প্রাণ।
শিক্ষকগন বলতো সবে ওরে মূর্খ ছেলে,
শিক্ষাহীন জীবন মাটি যেনো পলে পলে।
তোমার মতো মূর্খ দিয়ে দেশের হবে কি বলো?
এখনও বলছি তোমায় সোজা পথে চলো।
মা করতেন গাল মন্দ ওরে আমার বোকা,
লেখাপড়ায় মন না দিলে জীবনে খাবে ধোকা।
একদিন সেই ছেলেটি স্বাধীনতার জন্য,
হঠাৎ করে শহীদ হল, জীবন হলো ধন্য।