যদের রক্তের বন্যায় ভেসে,
স্বাধীনতা এলো দেশে।
তাদের স্মৃতি থাকবে গাঁথা,
বাঙালি জাতির হৃদয় ইতিহাসে।
জয়বাংলা, জয়বাংলা বলে,
হেসে খেলে জীবন দিলো।
স্বাধীনতার সোনার হরিণ,
শহীদি রক্তে ভেসে এলো।
জয়বাংলা জয়বাংলা বলে,
জীবন দিলো সাঁঝ সকালে।
এমন মায়ের দামাল ছেলে,
সারা দেশে আর কি মিলে!
স্রষ্টার দুয়ারে প্রার্থনা করি,
আমার দু'হাত তোলে।
পরপারে যেন তোমাদের,
শহীদি দরজা মিলে।