কবি | আল মামুন |
---|---|
প্রকাশনী | নব সাহিত্য |
সম্পাদক | আল মামুন |
প্রচ্ছদ শিল্পী | কারুধারা |
স্বত্ব | কবি |
প্রথম প্রকাশ | ফেব্রুয়ারি ২০২৪ |
বিক্রয় মূল্য | ২০০ |
বইটি কিনতে চাইলে | এখানে ক্লিক করুন |
কবিতাকে অনুভবে লালন-পালন করে কোন কোন জীবন কবিতায় জীবনের বহুমাত্রিক চিত্রায়ন অত্যন্ত সাবলীল ভাবে মিলেমিশে যখন একাকার হয়ে যায় সে জীবনের বাঁকে বাঁকে, তখন জন্ম নেয় কবি। ভালোবাসা,আশা,নিরাশা আর বেলা-অবেলার দোলাচলে এই যে মানুষের ভেসে চলা ;সেখানে উদয়াস্ত এক নান্দনিক জোয়ার ভাটায় কবিতার প্রতিটি কবিতার ভাবনাও চিন্তন,নিভৃতে আহরণ করে সযত্নে সন্তর্পণে #ফিরে আায়" এমনই এক রথক্রিয়ার সার্থক ফসল। যার ফসল আবাদকারী কবি আল মামুন।
সুপ্রিয় পাঠকের নিকট বলতে চাই বর্তমান গ্রন্থের পান্ডুলিপি প্রণয়নকালে কবির সৃষ্ট কাব্য বিচরণ করেছি মুগ্ধতার সাথে তেমনি পাঠক ও কবিতা পাঠে তৃপ্তি লাভ করবেন।
সুমহান স্রষ্টার অপার সৃষ্টির একটি অন্যতম মাধ্যম হচ্ছে যেমন প্রতিবাদ,তেমনি প্রতিবাদের একটি অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে জাতির নিগুর আকাঙ্ক্ষার রূপময়ী মূর্তি সাহিত্যের শেখর কবিতা।মানবতার মুক্তির জন্য কবিতার ক্যানভাসে আছে বিশাল ইতিহাস। তাই পরবর্তী প্রজন্মের কাছে সেই ইতিহাসে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।এমনই এক নৈতিক দায়িত্ববোধের দুর্বল চেতনার প্রভাবে ফিরে আয় নামক কাব্যগ্রন্থটি প্রকাশ করার ক্ষেত্রে গুরু দায়িত্ব স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়েছি। আমার স্বরচিত এই কাব্যগ্রন্থটি এতদিন অন্ধকার কোন গ্রহে বন্দী ছিল আমার রচিত এই কাব্যগ্রন্থটির অসংখ্য পঙক্তি থেকে যদি একটি পঙক্তি কোন পাঠকের মনে বিন্দুমাত্র হলেও তথা মানবতার সঠিক মূল্যবোধকে জাগ্রত করার ক্ষেত্রে সক্ষম হয়, তবেই আমি সফল।
বিশিষ্ট সমাজসেবক ও সাহিত্যপ্রেমী বন্ধুবর মো:নাজমুল হুদাকে।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.