বিজয় দিবস মানে -
যে শব্দের প্রতিটি বর্ণ শহিদি রক্ত দিয়ে লেখা,
যে অমর নামটি শহিদি রক্ত দিয়ে আঁকা।
বিজয় দিবস মানে-
অমর বীর ভাষা শহিদি রক্ত বীজের ফসল, মুজিবের প্রাণপ্রিয় স্বপ্নের নির্যাস অবিকল।
বিজয় দিবস মানে -
ভাসানীর অদম্য পরিকল্পনা ও আশা,
জিয়ার প্রাণপ্রিয় অকৃত্রিম ভালোবাসা।
বিজয় দিবস মানে -
বাঙালি জাতির দেশপ্রেম ও বীরত্বের নিদর্শন।,
বিজয়ের চেতনায় জাগ্রত হোক বাঙালি মন।