একদা দোয়েল বলল কোকিলকে,
বলনা ভাইয়া তুমি গান করো কোন ভাষাতে?
কথা শুনে কোকিল বলল জাননা তায়,
গান করি আমি সর্বদা বাংলা ভাষাতে।

দোয়েল বলল বোঝেনা কেউ তোমার ভাষা,
লাখো শহীদের রক্তে রাঙা বাংলায়।
কোকিল বলল কেউ না বুঝলেও-
বুঝেরে ভাইয়া  মহান শহীদি আত্মায়।

দোয়েল বলল গর্বিত তবে মোরা,
জন্মেছি বাংলার বুকে।
যে দেশের ভাষার জন্য,
সন্তান জীবন দেয় হেসে খেলে।