সভ্য শব্দটা রক্তাক্ত আজ
অসভ্য শব্দের আঘাতে,
মানুষ শব্দটা জিম্মি আজ
অমানুষ শব্দের হাতে।
সত্য শব্দের টুটি ধরেছে আজ
মিথ্যা শব্দ দানব এসে,
ধার্মীক শব্দটাকে করছে গ্রাস
অধার্মীক শব্দ রাক্ষুসী অবশেষে।
নীতি শব্দটা কাঁদছে আজ
দূর্নীতির মারপেঁচ খেয়ে,
ন্যায় শব্দটা বিলুপ্ত প্রায়
অন্যায় শব্দে দেশ গেছে ছেয়ে।
স্বাধীন শব্দটা যাচ্ছে ভেসে
পরাধীন শব্দের বানে,
বিবিধ শব্দের আহাজারি শুনি
বাংলার বাতাসে নিজ কানে।
এজন্যই কি বুকের রক্তের বিনিময়ে
লাখো ভাই স্বাধীনতা এনেছে?
এ জন্যই কি লাখো বোন
তাদের ইজ্জত হারিয়েছে?