আমি কষ্ট পাই-
যখন দেখি গণতন্ত্রের মুখোশে রাজতন্ত্র কায়েম হয়,
কোন গণতান্ত্রিক দেশে জনগণ বাক স্বাধীনতা হারায়।
আমি কষ্ট পাই-
যখন দেখি আইনের রক্ষকগণ ভক্ষকের ভুমিকায়,
দেশের প্রচলিত আইন তার নিজস্ব গতি হারায়।
আমি কষ্ট পাই-
যখন দেখি অভিশপ্ত অন্যায়ের হিংস্র নখের থাবায়,
মানব কাঙ্খিত ন্যায় ক্ষত বিক্ষত হয় রক্তাক্ত হয়।
আমি কষ্ট পাই-
যখন দেখি অর্থের প্রভাবে অজ্ঞানীর দল যতো,
জ্ঞানীদের আসনে বসে মানুষকে কষ্ট দেয় অবিরত।
আমি কষ্ট পাই-
যখন দেখি দেশপ্রেমের যোগ্যতা নেই তবুও সে নেতা,
যারফলে রাজনীতি হয় ব্যবসানীতি কাকে বলবো সে কথা?
আমি কষ্ট পাই-
যখন দেখি ইদুর চরিত্রের কিছু অভিশপ্ত মানুষ,
পরকালে তাদের কি অবস্থা হবে? নেই সেই হুশ।
আমি কষ্ট পাই-
যখন দেখি না করে সন্ত্রাসের মূল উৎপাদন,
শুধু নামেমাত্র তার শাখা প্রশাখা করা হয় কর্তন।