আমাদের এই দেশ কতো মনোহর,
দেখে তারে লাগে সুখ বুকের ভিতর।
ফসলের মাঠ নাচে বাতাসের তালে,
কতো পাখি খেলা করে সদা কাঁদা জলে।
আঁকা বাঁকা নদী কতো বয়ে চলে যায়,
জেলে ভাই ধরে মাছ ভাটিয়ালি গায়।
বনে বনে ফুল ফুটে অলি এসে জুটে,
গুন গুন সুর ধরে মধু নেয় লুটে।
রাখাল বাঁজায় বাঁশি বটের ছায়ায়,
গাছে গাছে বসে পাখি কতো গান গায়।
বিলে বিলে দেখা যায় শাপলার হাসি,
আমাদের দেশটাকে খুব ভালোবাসি।