"একুশ মানে,
যে নামটি অঙ্কিত লাখো শহীদের রক্তবানে,
উৎসাহ আর উদ্দীপনা মোদের দেশ স্বাধীনে।
"একুশ মানে,
শহীদিরক্তে লেখা অ,আ.ক,খ বর্ণের সম্ভার,
মহান শহীদি আত্মার অমর স্মৃতির মিনার।
"একুশ মানে,
বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তানদের অমর কথা,
বাঙ্গালী জাতির গর্বিত অশ্রু গাঁথা।
"একুশ মানে,
লাখো মায়ের গর্বিত এক ব্যথা,
লাখো বোনের ভাই হারানো মধুর কথা।
"একুশ মানে,
লাখো শিল্পী,কবির সশ্রদ্ধ এক নীরব কান্না,
একুশ তুমি সুমহান ইতিহাস তোমায় ভুলবনা!!!