২০২০ সাল মানে-
মহামারী করোনা আক্রমণের সাল,
কতো মানুষ হতাহত হবার সাল।
২০২০ সাল মানে-
গণতন্ত্রকে নির্বাসিত করার সাল,
স্বাধীনতাকে জিম্মি করার সাল।
২০২০ সাল মানে-
আম জনতার অধিকার বঞ্চিত হবার সাল,
প্রচলিত আইনের গতিরোধ করার সাল।
২০২০ সাল মানে-
সত্য উচ্চারণকারীকে হত্যা করার সাল।
দেশ শোষকদেরকে সক্রিয় দেখার সাল।