জীবন সাগরে ভেসেছি শৈবাল লতার মত,
বারংবার পেয়েছি ধিক্কার প্রবঞ্চিত হয়েছি শত শত।
অমানুষ হিংস্র লোভী পাপাচারিদের আঘাত করেছি তাই,
বারবার ওরা দূর থেকে আমারে আঘাত করে যায়।
ওদের অন্যায় পাপের বিরুদ্ধে শক্ত হাত উঠিয়েছি আমি,
তাই ওরা হিজরতে বাধ্য করেছে আমার পবিত্র ভূমি।
সমাজের অন্যায় অত্যাচার পঙ্কিলতা,
সুদ, ঘুষ, জুয়া, ব্যভিচার, ওপরের অর্থ সম্পদ আত্মসাৎ এর মানসিকতা।
আমি ভেঙে সব খান খান করে দেব।
সমাজের শান্তির স্রোত আনবো।
কেউ যদি নাও থাকে মোর সাথে
অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের পথে একাকী চলবো।
জারে ভালোবেসে বাঁচতে চেয়েছি সেই ছুঁড়ে দিয়েছে দূরে,
আমার হৃদয়ের আর্তনাদ বাতাসে ছড়িয়ে সুরে সুরে।
তোমাদের এই সুন্দর পৃথিবীতে আমার কি স্থান নাই,
কেন এই নীড় হারা যাযাবর আমি
আমার কি কোন ঠিকানা নাই?
কোন কালে কোনদিনই কারো ক্ষতি করিনি,
শুধু করেছি অন্যায়ের প্রতিবাদ
তাই বুঝি আমারে কেউ মাননি।
আমিও তো স্রষ্টার সৃষ্টি আদম সন্তান,
আমরে কেউ দিল না কোনোদিন সম্মান।
আমাকে যতই ছোট ভাব,
স্ফুলিঙ্গ হয়ে
অন্যায় অত্যাচার সমূলে আমি জ্বালিয়ে দেব।
অন্যায় অবিচার সইবো না কখনো,
তোমরা আমাকে মানো না মান।
আমি জানি,
দুরন্ত সাগরে তরীর হাল ধরিবার কেউ নাই মোর আমি যে বড় একা,
এ হাল আমারি ধরিতে হবে এ আমার ভাগ্য লেখা।
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য,
অন্যায়ের প্রতিবাদ যদি না করি পশুতে হব গণ্য।
আমি মানব মানবতার মাঝেই আমার পরিচয়,
শক্তি দিবেন সাহস দিবেন স্রষ্টা আমায়।
একদিন সুদিন সম্মান আসিবে জীবনে,
স্মরীবে সবাই মোরে ভুবনে ভূবনে।
পাপে পাপে আধারে পূর্ণ পৃথিবী
আলোর বন্যায় ভাসবে,
সেই দিন যেদিন মনুষ্যত্ব মানবতা সবার হৃদয়ে জাগবে।