কতকাল আর কতকাল ধরে,
দুখের তরী বাইবো আমি জীবন সাগরে।
কতকাল আর কতকাল পরে,
সুখের পাখি আসবে উড়ে আমার দুঃখের ঘরে।
কত যে মধুর স্বপ্ন ছিল সুখের নীড় বাঁধার,
প্রেমময় পৃথিবীতে দুজন দুজনার হয়ে বাঁচার।
জানি সেই দিন আর কভূ হবে না,
মোর জীবনে সুখের পাখি ডানা মেলে আর কোনদিন উড়ে আসবে না।
আঁখি অশ্রু ঝরে ঝরে নদী বয়ে যায়,
সেই নদীতে ভেসে আমি গিয়েছি হারায়।
কূলে একা বসে আছি কোন সে আশায়,
অথৈ সাগর পাড়ির তরী কোথায়?
আমার দুঃখের করুন কথার মালা সুরে সুরে বাতাসে ছড়ায়,
বেদনা বিধুর হয়ে না জানি কখন তোমাদের
মুধুময় পৃথিবীরে কাঁদায়।
দিনের পরে সুর্য অস্ত যায়,
রজনী আসে
পৃথিবী আঁধারে হারায়,
এমনি করেই মোর জীবনের আশার প্রদ্বীপ নিভে যায়।
জানিনা কোনদিন কখন কবে কি করে প্রান পাখিটা যাবে উড়ে,
নির্বাক, নিথর, নিশ্চল, নিশ্চুপ শুন্য দেহটা ধরনীনিতে রবে পড়ে ।
মহাকালের ডাক আসিলে জানি চলে যেতে হয়,
চলে যাব আমি, খুজে পাবে নাকো মোরে আর ধরনীর ধুলায় ।