আমি গণতন্ত্র!
আমার জন্ম সংবিধানে।
বেচেঁ আছি বইয়ের পৃষ্ঠে,
কিংবা তর্ক-বিতার্কের টেবিলে।
দুর্নীতি,অনিয়ম,অত্যাচার,অব্যবস্থাপনা আমাকে গ্রাস করেছে।
আইনের সুশাসন না থাকায় আমার অস্তিত্ব দিন দিন হারিয়ে যাচ্ছে।
আমাকে রক্ষা করো,
       আমাকে রক্ষা করো।
আমি বাঁচতে চাই, আমাকে রক্ষা করো।
জেগে ওঠো তারুণ্য, এখনি সময়,আবার ঘটাও বাহান্ন কিংবা একাত্তর।
রক্ষা আমাকে রক্ষা করো।
কৃষক শ্রমিক  বঞ্চিতরা  আবার ঐক্য গড়ো,
দূর্নীতিবাজদের কালো হাত, শক্ত হাতে দমন করো।
পুলিশ জাতিকে রাখা হয়েছে দেশ সেবার জন্য,
জনসেবা বাদ দিয়ে তারা আজ ঘুষের নেশায় মগ্ন।
‘শিক্ষাই জাতির মেরুদন্ড’ কথাটি শুনেছি সবাই,
কিন্তু শিক্ষার মেরুদন্ডই আজ ভেঙ্গে যাচ্ছে
দূর্নীতির থাবায়।
অদ্ভুত আঁধার এসেছে
এ-পৃথিবীতে আজ,
অন্ধরা আজ পৃথিবী দেখে।
গনতন্ত্র  আজ মৃত প্রায়,দেশ রসাতলে।
রক্ষা করো,
  আমাকে রক্ষা করো

০৬-০৯-২০২২
নিজ বাসভবন,সিরাজগঞ্জ।