হৃদপিণ্ড ছটফট করছে,
শিরা, উপশিরা হরতাল ডেকেছে।
মস্তিষ্কের ভিতরে শব্দরা রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছে।
অথচ,
কলম একটি শব্দ লিখতে পারছে না।