প্রিয় শ্রাবণ,
বৃষ্টিস্নাত দিনে উষ্ণ অভ্যর্থনা ।
সময় ও পরিস্থিতির প্রতিকূলতা বিরাজমান,
ভারাক্রান্ত মন নিয়েই লিখছি তোমাকে।
সামাজিক যোগাযোগ এর কল্যাণে জানতে পারলাম
আজ তোমার বিশেষ দিনের কথা । হয়তো এই মাধ্যমে আমার অস্তিত্ব না থাকলে অগোচরেই চলে যেত বছরের পর বছর । পৃথিবীর এই সভ্যতা সামাজিকতা কে কৃতজ্ঞতা যানাতেই হয়,
আমার মতো অসামাজিক মানুষ কে সামাজিকতার ছোয়ার ভাসিয়ে রেখেছে।
আজ এই বিশেষ দিনে সৃষ্টিকর্তাকে ও কৃতজ্ঞতা জানাতে হয় এরকম একাটা দিনের সাক্ষী হয়ে থাকা৷
অথচ বিশেষ দিনেও বিশেষ কিছু দেওয়ার সাধ্য আমার নেই।
আমার সাধ্যের মধ্যে হয়তো তোমাকে একগুচ্ছ কৃষ্ণচূড়া, জারুল ফুল দিয়ে বলতে পারি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রকৃতির বিসর্জন দেওয়া শুভেচ্ছাবার্তা।
এতেও খুব সংশয় !
তুমি কি কৃষ্ণচূড়া, জারুল পছন্দ করো..?
নাকি গোলাপের গন্ধে হারিয়ে ফেল নিজেকে ?
নাকি অন্যকিছু..?
আজ অবশ্য ও সব জানতে চাইবো না ;
জানতে চাইবো না তোমার পছন্দ
চাঁদ নাকি সূর্য
বৃষ্টি নাকি রৌদ্র
পাহাড় নাকি সমুদ্র
জানলেও তো আর আমার সাধ্যের মধ্য নেই।
আমার সাধ্যের মধ্যে থেকে একগুচ্ছ কৃষ্ণচূড়া, জারুল তোমার খোপায় গুজে দিয়ে বলতে পারি
"শুভ জন্মদিন"।
৫ মে ২০২৩