কেউ যদি তোমাকে আমার থেকে বেশি ভালোবাসে
তাহলে নির্দ্বিধায় আমাকে ভুলে যেও।
কোনো অভিযোগ নেই।
কখনো কোন অধিকার দেখাব না আর।
প্রেম সে তো প্রতিদান চায় না,
সে তো নিঃস্বার্থ ভোরের আলোর ন্যায়,
জীবনটাকে আলোকিত করে দেয়,
অন্ধকারে হারিয়ে গিয়ে আবারো ফিরে আসে।
ভেবেছিলাম আমি তোমার সুখে সুখী হবো,
জীবনের দীর্ঘ সময়টা একসাথে কাটাবো,
কিন্তু
হয়তো ভাগ্য নয়তো প্রকৃতি কোনটাই  আমার নেই৷

তুমি যদি কারও কাছে খুঁজে পাও সেই ভালোবাসা,
তাহলে একটুও দ্বিধা করো না।
আমি রয়ে যাবো স্মৃতির এক কোণে,
নিরব সাক্ষী হয়ে তোমার আনন্দের।
আমার কাছে ভালোবাসা মানে তো স্বাধীনতা,সম্মান,শ্রদ্ধা।
অভিযোগ নয়,
প্রত্যাশা নয়,
শুধু একটু শান্তি,
একটু মানুষিক শান্তি।