অনেকটা সময়,
তোমার হাতে হাত রেখে একসাথে আর হাঁটা হয় না,
এখন একাকী পথে অচেনা সন্ধ্যার ছায়া কেবলই সঙ্গী হয়।
তোমার মুখের মিষ্টি সুরগুলো
এখন কান্নার কোরাসে রূপ নিয়েছে।
খুব যত্ন করে হৃদয় টাকে ভেঙ্গে চূড়ে ছিন্নভিন্ন করেছ।

স্বপ্নগুলো সব ভাঙা কাচের মতো,
জমে আছে হৃদয়ের কোণে।
তোমার কথা ভাবলেই বুকের গভীর শূন্যতা
নিজেকে বুঝিয়ে দেয়—তুমি আর নেই।

তবুও কি ভোলা যায় সেই চেনা হাসি?
সেই চোখে দেখা আলোর নকশা।

শূন্যতার পথ বেয়ে আমি হাঁটছি,
তোমার স্মৃতিগুলো
আমার কবিতা হয়ে মিশে যাচ্ছে—
প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি ব্যথায়।

তুমি ছিলে, থাকবে,
শুধু আমার পৃথিবী বদলে ,
তবুও হৃদয় জানে—
তোমার অস্তিত্বের ছায়া আজও আমার সমস্ত জুরে।