স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ; শতবর্ষে মুজিব।
আজ এই মাহেন্দ্রক্ষণে বাংলার উঠোনে দাঁড়িয়ে রক্তাক্ত হৃদয়,
মুজিব তোমায় মনে পরে!
অশ্রু ঝরে, দু’চোখ ভিজে যায়।
আবার যদি আসতে ফিরে সোনার বাংলায়।
আজ থেকে একশো বছর আগে টুঙ্গিপাড়ায় জন্মেছিলে তুমি
ছোট্ট খোকা থেকে হয়েছিলে বাঙালির আশার আলো।
দিনে দিনে তুমি হয়ে উঠলে মার্চের মুজিব
মার্চের মাঠে ধ্বনিত হলো একটি স্লোগান, " জয় বাংলা "
তোমার কণ্ঠে পঠিত হলো বাঙালির মহাকাব্য
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম "
তর্জনীর ইশারায় জেগে উঠলো বাঙালি,
বুকে ব্যাথা-চোখে আগুন নিয়ে ঝাপিয়ে পড়লো যুদ্ধে।
নির্মল আকাশে উড়ল লাল-সবুজের পতাকা
বিশ্ব মানচিত্রে খচিত হলো আরেকটি দেশ- বাংলাদেশ।
তোমার জন্য বাঙালি পেলে নিজের পরিচয়
রক্ত দিয়ে লিখিত হলো বাংলাদেশের জয়।
বিশ্বে তোমার পরিচয় হলো বাংলার স্থপতি,
তাই তো আমরা শ্রদ্ধাভরে , "জাতির পিতা" ডাকি।
কুকুরের দল রাগে টলমল
সাথেই চলে হিংসায় জ্বলে
গোপনে গোপনে করে ষড়যন্ত্র;
কেউ ক্ষমতার লোভে
কেউ অপমানের ক্ষোভে
আর পশ্চিমারা দেয় মন্ত্র।
কিন্তু ওরা জানতো না।
মুজিব একটি চেতনার নাম।
মুজিব মানেই বাংলাদেশ।
১৫ই শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
৩০শে জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ
শুক্রবার নিজ বাসভবন