খুব শীঘ্রই,পাহাড় কিনবো,
জমাট বাঁধা স্বপ্নের ডানায় চড়ে।
পাহাড়ের চূড়ায় উঠে, আকাশের ঠিকানায়,
দুঃখের সুরে আত্মচিৎকারে গেয়ে যাবো গান।
পাহাড়ের বাতাসে মিশে যাবে,
আমার জমে থাকা অতৃপ্তি,
গভীর হৃদয়ে বন্দি সুখের ছোঁয়া,
অশ্রু ঝরবে পৃথিবীর পানে।
আত্মচিৎকারে ভাঙবো নীরবতা,
জমা রাখা আবেগের রুদ্ধ কাহিনী।
মেঘে মেঘে বুনবো গল্প,
চূড়ার প্রান্তে দাঁড়িয়ে, অবিরাম।
পৃথিবী শোন, এই হৃদয়ের ডাক,
শোন সুখ-দুঃখের আত্মার স্বর।
পাহাড় হবে আমার চিৎকারের সাক্ষী,
আমার অনুভূতির আকাশের দরজা।