কথা ছিলো এই কুয়াশাচ্ছন্ন শীতের সকালে একদিন আমাদের দেখা হবে।
তোমার পরনে থাকবে শাড়ি,
কালো চাদরে জরিয়ে দু'জনে
হাড়কাঁপানো শীতে কিছুক্ষণ হাতে হাত রেখে সেই চিরচেনা রাস্তায় হাঁটবো।
মনের গভীরে জমে থাকা অজস্র কথা গুলো বলতে বলতে ভুলে যাবো অতীতের সব সুখস্মৃতি,
সকল অভিমান,অভিযোগ..।
কথা ছিলো টং দোকানে চায়ের কাপে আমাদের ভালোবাসা আদান-প্রদান হবে।
তুমি যখন কোমল ঠোঁটে চায়ের কাপে চুমুক দিবে, আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকব। হয়তো কল্পনায় নিজেকে চায়ের কাপে ভিজিয়ে ফেলতে বড্ড ইচ্ছে করবে।
কথা ছিলো দূরে কোথাও হারিয়ে যাব।
একসাথে সমুদ্র দেখবো..
সমুদ্রের বিশালতায় তোমার মাঝে নিজেকে হারিয়ে ফেলবো।
প্রতিটি সমুদ্রের ঢেউ জানিয়ে দিবে
তোমাকে ঠিক কতোটা চাই ।
কথা ছিলো পাহাড় দেখবো,
পাহাড়ের চূড়ায় উঠে মেঘের দেশের হারিয়ে যাবো দু'জন।
আত্ম-চিৎকারে পৃথিবীকে জানিয়ে দিব ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
কথা ছিলো,
কখনো কেউ কাউকে ছেড়ে যাবো না।
সকল প্রতিকূলতা কে উপেক্ষা করে থেকে যাব আজন্মকাল।
কথা ছিলো, অনেক কথা ছিল,
হয়তো এ জন্মে নয়তো পরের জন্মে দেখা হলে....।