অনেক কিছুই এখন দেখি না, দেখতে ইচ্ছে করে না।
এখন আর আগের মতো কথা বলি না,
বাক রুদ্ধ হয়ে শুধু শুনি।
এখন আর বন্ধুদের দল বল নিয়ে আড্ডা দিতে ইচ্ছে করে না।
বন্ধু তালিকা ছোট হতে হতে,কাছের বন্ধু গুলো নিঃশেষ হয়ে গেছে ।
কাউকে বলতে ইচ্ছে করে না, কেমন আছি..?
কাউকে জিজ্ঞেস করতেও ইচ্ছে করে না ।
একান্ত নিজের কাউকে পেতেও ইচ্ছে করে না।
নিজের কষ্ট প্রকাশ করতে ইচ্ছে করে না,
এখন আর কান্না করতে ইচ্ছে করে না,
দুচোখ শুখিয়ে মরুভূমির হয়ে গেছে ।
এখন আর মরে যেতে ইচ্ছে করে না।
নিজেকে কষ্ট দিতেও ইচ্ছে করে না।
কারো কষ্ট দেখতেও ইচ্ছে করে না।
এখন আমার অনেক কিছুই ইচ্ছে করে না।
১৯ মে ২০২৩
সিরাজগঞ্জ