যদি হই রক্তদাতা
জয় করবো মানবতা

যদি সেচ্ছাসেবী হতে চান তবে করুন রক্তদান।

এক ব্যাগ রক্ত একটি জীবন,অচেনার সাথে আত্মার বাঁধন।

এক ব্যাগ রক্তের অভাবে যদি না বাঁচে একটি প্রান মনুষ্যত্বহীন মানুষ সে পশুর সমান।

একের রক্তে বাঁচে অন্যর প্রাণ,
রক্তই গড়ে তোলে সম্পর্কের টান।

রক্তদানে কোন অযুহাত নয়,
মানবতার সেবায় চিরঅম্লান।

ধর্ম বর্ণ নির্বিশেষে  রক্ত দান হবে
হাসি মুখে।

এক ব্যাগ রক্ত অমূল্য রতন,
বাঁচাতে পারে মুমূর্ষু রোগীর জীবন।

ভয় কে জয় করি, রক্তদান কে সামাজিক আন্দোলনে গড়ে তুলি।

১১-০৯-২০২২ খ্রিাঃ
শেরে বাংলা নগর,বগুড়া।