কর্মের দোষ-গুনে ধর্মকে ভুলে
হয়োনা তোমরা কেউ বিতাড়িত শয়তান
দম ফুরালেই যাবে নশ্বর ছেড়ে অবিনশ্বরে
পাবে তার চির প্রতিদান ।
তব অন্যায়-অবিচার, অত্যাচার-অনাচার অসৎ পাপ কর্ম ভুলে
এসো হে সবে
দমে দমে দ্বীপ্ত কন্ঠে যপি মহা প্রভু আল্লার নাম ।
অবোধের সঙ্গ চেড়ে সুপথে চলো
কালেমা নামাজ রোজা যাকাত হজ্জ্ব
সত্য ন্যায়ের পথে ফিরে এসে এসো সবে মিলে গাই সাম্যের গান,
আমরা মুসলমান, আমরা মুসলমান,
আমরা মুসলমান, আমরা মুসলমান ।
হিংসা বিদ্বেষ মিথ্যে হানা-হানি, ক্ষমতার লোভে মত্ত
একে অন্যের রক্ত শুষে
ঝগড়া-বিবাদ দ্বন্দ-সংঘাত নিজেদের ক্ষতি নিজেরাই করবে চিরকাল ।
তবে এসো, সব হিংসা বিদ্বেষ কাদা মাখা ক্লেদ ভেদাভেদ ভুলে শাশ্বত হও
এসো আল্লার পথে এসো রাসূলের পথে এসো সত্য ন্যায়ের পথে করি মহা সংগ্রাম
মানুষের মনগড়া মতবাদে শান্তির পতাকা যে আজ হলো খান খান ।
এসো আল্লার পথে, এসো রাসূলের পথে এসো কোরানকে করি জীবনের সংবিধান
সত্য ন্যায়ের পথে ফিরে এসে এসো সবাই মিলে গাই একই সুরে সাম্যের গান,
আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান ।