আমি কবিদের মত করে শত ছন্দ উপমা ভরে
পারিনা কবিতা লিখতে,
শিল্পীর মত করে সু-নিপুণ হাতে পারিনা তোমার চবি আঁকতে ।
অমর প্রেমিক প্রেমিকাদের মত করে পারিনা তোমায়
স্ব-যত্ন করে ভালোবাসতে,
একাগ্র নিঃসঙ্গতায় ভাবনা চিন্তার ঘরে পারিনা তোমায় নিয়ে ভাবতে
আমার সারা বেলা কাটে শুধু তোমার অনুভবে
বুকের পাজরে চোখের তারায় সারাক্ষন শুধু তোমার চবি ভেসে উঠে ।
ভালবাসা কারে বলে হয়ত জানিনা ভব বিত্তে
কেমন করে ভালবাসে সব লোক বুঝে না আমার হৃদ চিত্তে,
আমি পারি শুধু অনুভবের টানে তোমার চারপাশে সন্ন্যাসীর মত
উম্মাদ হয়ে তোমাকে এক পলক দেখার অপেক্ষমান প্রহর গুনতে ।
জীবনের মত করে আজও পারিনি জীবনের মানে বুঝতে
ঐ দূর গগনে নীলাভ নীলিমায় সুপ্ত বাসনায় স্বপ্ন দেখার ছলে
পারিনা তোমাকে নিয়ে ডানা মেলে উড়তে,
অমর ইতিহাসখ্যাত শাহাজাহানের মত করে পারিনা তোমার জন্য
তাজমহল গড়তে,
শিরি-পরাদ এর মত করে পারিনা অমর প্রেমের ইতিহাস গড়ে
পরাদ নদ রক্তিম করতে,
আমি শুধু পারি ! অনুভবের টানে তোমার চারপাশে সন্ন্যাসীর মত
উম্মাদ হয়ে তোমাকে এক পলক দেখার অপেক্ষমান প্রহর গুনতে ।