আমার জীবন ধন্য করো পূর্ণ মনে পুন্য ভালোবেসে
শূন্য হৃদয় পূর্ণ করো আমার প্রানে এসে ।
নিঃস্ব হৃদয় দৃশ্য দেখে ঘুরছে মানুষ ঘূর্ণিপাকে
শীর্ষ আমার ঈর্ষা দুঃখে ব্যাথিত ব্যাথায় মরছে সবে ।
আমার বোধের জায়গা থেকে অবোধ হলে তুমি
স্ব-বোধ ছিলে যখন তোমার সঙ্গী ছিলাম আমি ।
এখন আমার হৃদয়-খানি যাত্রী তব সদ্য বধ্যভূমি
তুমিহীন আর কতকাল হৃদয় আমার থাকবে মরুভূমি ?
এবার যদি এসো ফিরে ধুয়ে নিব গঙ্গা জলে
পূঁজো করে পুন্য মনে তুলে নিবো মনের ঘরে প্রেমের ধ্যানে ।
আমার হৃদয় পূর্ণ করো গহিন প্রেমে ভক্ত বনে
উক্ত ধ্যানে সুপ্ত মনে শক্ত করে হাতটি ধরো ।
আবার তোমার গলে দিব যত্ন করে মুক্ত মালা
তোমার প্রেমে মুছে দিব পূর্ব যত কষ্ট জ্বালা ।
তোমায় নিয়ে ঘুরবো এবার পাখির ডানায় শুন্যে উড়ে
গর্ব করে মেঘের দলে মিশে যাব আকাশ-নীলে ।