আমাকে ভুলাতে পারবেনা, আমার বাংলা মায়ের ভাষা
যতদিন থাকব বেঁচে, রবে আমার হৃদয়ে গাঁথা ।
উর্দু পারসি হিন্দি ইংরেজি আছে যত ভাষা
সবার চেয়ে মধুর লাগে আমার মায়ের প্রিয় বাংলা ভাষা ।
জন্মেছি আমরা বাংলাদেশে, তব গর্বে বুক যায় ভেসে
সবুজ-শ্যামল বৃক্ষ তরুলতা অঙ্গে যেন আছে মিশে ।
সবুজ বরণ বাংলা আমার ধন-ধণ্যে ভরা
সোনার ফসল ফলাই আমরা রূপসী বাংলা ঘেরা ।
আমাকে ভুলাতে পারবেনা, আমার বীরঙ্গনা বোনের কথা
যতদিন থাকব বেঁচে রবে আমার বুকের ভিতর গাঁথা ।
বঙ্গ ভাষার জন্যে তারা হয়েছে কত লজ্জিত ইজ্জ্বত হারা
রক্ত সাগর ভরে পূর্ণ করে এনেছি আমরা বঙ্গ ভাষার স্বাধীনতা ।
হায়রে আমার বঙ্গ ভাষার কতই স্মৃতি গাঁথা
বুক ফাটেতো মুখ ফুটেনা, আছে বক্ষে কত ব্যথা ।
ত্রিশ লক্ষ শহীদের স্মৃতি রয়েছে বঙ্গ বক্ষে ঘেরা
যুদ্ধ করে স্বাধীন হয়েছি এটাই বিশ্ব সেরা !
আমাকে ভুলাতে পারবেনা আমার বঙ্গ ভূমির কথা
যতদিন থাকব বেঁছে রবে আমার হৃদয়ে গাঁথা ।
ঘাতকের দল যেদিন হয়েছে বঙ্গ মাটির মাথা ব্যথা
নির্ভীক নির্ভয়ে হস্তে অস্র ধরে অগ্রে চলেছি যুদ্ধ করেছি সেথায়
নির্মূল তব করেছি তাদের আমরা বীর বাঙ্গালীরা
এটাই আমাদের সোনার বাংলা, বিশ্ব সেরা ভাষা ।