ভিতরের অনুভূতিগুলো কেমন যেনো মলিন হয়ে গেছে
হৃদয়ের জমিনে জেগেছে উঠেছে বিশাল শূন্যতার চর।

একাকিত্ব আমার সম্বল,ভাবছো কষ্ট হচ্ছে তাই না!
আমার একটুও খারাপ লাগছে না; বরং খুশি লাগছে!

চরম সত্যের কাছে আজ তুমি নত স্বীকার করেছ;
বাস্তবতার যে ভাষা শিখিয়েছ,তাতে আজ তুমিই তালাবদ্ধ।

তোমার হয়তো কারো হাতের ছোয়া পেতে বড্ড ইচ্ছে করে
কিন্তু তুমি কি জানো! আমার ইচ্ছাগুলো যে মরে গেছে।

এখন তুমিও একা,আমিও একা; তবে বিশ্বাস কর,
নিলীমা;আজ তোমার আমার মধ্যে যে দূরত্ব
মহাশূন্যের বিশালতাও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর মনে হবে।

ইচ্ছা,আকাঙ্ক্ষা,চাওয়া,পাওয়া,রাগ,ক্ষোভ,মান,অভিমান
সবগুলো অনুভূতি কখন জানি আমাকে ছেড়ে চলে গেছে।

একাকিত্বের যে শহরে আমি থাকি তা অনেক পরিপাটি
এই শহরে আমার চেয়ে সুখী বলো আর কে আছে!!!!