মন খারাপে মনের কি দোষ
তার জানালা তো খোলাই আছে।

আকাশের বুকে মেঘের আসা-যাওয়া
থামানো যাবে কি ইচ্ছা হলে!

নদীর চোরাস্রোত তীরে আছড়ে পরে
যখন ভাটার টানে জোয়ার আসে।

কিছু স্বপ্নের যাত্রা অজানায় ছুটে চলে
না থামানো যায়,না থামাতে ইচ্ছে করে।

কিন্তু স্বপ্নগুলো যদি হতো টবের গোলাপ
তবে ফুটতে দিতাম পরম যত্নে সঙ্গোপনে।